সুন্দর ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ আর বর্তমানে যে হারে মূল্যবৃদ্ধি হয়ে চলেছে তাতে ভবিষ্যতের জন্য বিনিয়োগ না করলে পরবর্তীতে কঠিন সমস্যার মধ্যে পড়তে হবে। তবে বিনিয়োগের জন্য প্রথমে ভালো কোন স্কিম বেছে নিতে হবে। এই ক্ষেত্রে পোস্ট অফিসে একাধিক স্কিম রয়েছে যেখানে নিশ্চিত গ্যারান্টি সঙ্গে অর্থ ফিরিয়ে দেওয়া হয়। আমরা পোস্ট অফিসের যে স্কিমের ব্যাপারে বলছি সেই স্কিমের নাম হলো পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (Post Office Monthly Income Scheme)।
বর্তমানে কেন্দ্রীয় সরকার এই স্কিমের উপর বছরে ৭.৪ শতাংশ হারে সুদ প্রদান করছে। নিয়োগ করা শুরু করলে মোটের উপর লাভবান হবেন আর তাছাড়া স্কিমে প্রাপ্ত সুদের উপর কোনরকম কি টিডিএস কাটা হয় না। এছাড়াও অন্যান্য স্কিম গুলিতে যেভাবে অর্থ মন্ত্রক দ্বারা স্বীকৃত হওয়ায় বিনিয়োগে এমন কোন ব্যাপার নেই। কোনরকম ঝুঁকি ও ভয় ছাড়াই এই ইসকেমে বিনিয়োগ করা যায়।
সর্বনিম্ন ১০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করা যায়। এই স্কিমে কেউ যদি সিঙ্গেল অথবা জয়েন্ট একাউন্ট করতে চায় তাহলে সেই সুবিধা রয়েছে তবে যারা জয়েন্ট একাউন্ট করবে সে ক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগের সীমা হল ১৫ লক্ষ টাকা।
এই স্কিমে ৫ বছরের মেয়াদে বিনিয়োগ করতে হয়। এরপরে আপনি চাইলে আপনার সম্পূর্ণ টাকা তুলে নিতে পারেন অথবা পুনরায় বিনিয়োগ করতে পারেন। তবে আপনি যেদিন থেকে এই একাউন্ট খুলবেন তারপরে এক বছর পর্যন্ত কোন টাকা এই থিম থেকে তুলতে পারবেন না। তবুও যদি টাকা তুলে নেন তাহলে জরিমানা প্রদান করতে হবে।
আর অ্যাকাউন্ট খোলার নির্ধারিত তারিখ থেকে তিন বছরের মধ্যে আপনি যদি টাকা তোলেন তাহলে আপনার মূল বিনিয়োগ থেকে ২ শতাংশ এবং পাঁচ বছরের আগে যদি টাকা তোলেন তাহলে ১ শতাংশ কেটে নেওয়া হবে।
এই স্কিমে বিনিয়োগ শুরু করার সময় আপনি চাইলে কাউকে নমিনি রাখতে পারেন। আর বিনিয়োগ চলাকালীন যদি বিনিয়োগকারীর মৃত্যু হয় তাহলে তার সুদ সমেত সমস্ত টাকা যে নমিনি থাকবে তাকে দিয়ে দেওয়া হয়। এই নমিনি কাকে নির্ধারণ করা হবে তা একাউন্ট খোলার পরেও ঠিক করা যায়।
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে (Post Office Monthly Income Scheme) বিনিয়োগের কিছু শর্ত রয়েছে আর সেই শর্তগুলি পালন করে তবে এই স্কিমে বিনিয়োগ করা যাবে। বিনিয়োগের প্রথম শর্ত হিসেবে বিনিয়োগকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এই স্কিমে অনাবাসী ভারতীয় বা এনআরআই-রা বিনিয়োগ করতে পারবে না। আবার ১০ বছরের নিচে বয়স হলে এই স্কিমে বিনিয়োগ করা যাবে না।