টেলিকমিউনিকেশনস কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (Telecommunications Consultants India Ltd.) বা TCIL-এর তরফ থেকে আইসিটি টিচার তথা ইন্সট্রাক্টর (ICT Instructors) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৩৫০ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই চাকরিতে নিয়োগ গাড়ি প্রার্থীদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
টেলিকমিউনিকেশনস কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড/Telecommunications Consultants India Ltd. (TCIL)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
আইসিটি টিচার তথা ইন্সট্রাক্টর (ICT Instructors) পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এই চাকরিতে মোট শূন্য পদ রয়েছে ৩৫০ টি।
বয়সসীমা (Age Limit)
এই চাকরি পেতে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
সংশ্লিষ্ট পদে নিয়োগ গাড়ি প্রার্থীদের মাসিক ১০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই চাকরির পথে আবেদন করতে হলে প্রার্থীদের ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। ইমেইলটি হলো recruiter.tcil@gmail.com। সব প্রথমে নিজের প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনের ফরম্যাট বা সিভি বানাতে হবে তারপর তার সঙ্গে নিজের ফটো ও সিগনেচার অ্যাড করে নির্দিষ্ট ইমেইল নম্বরে পাঠিয়ে দিতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
যারা এই চাকরির পদে আবেদন করবে তাদের Computer based Test (CBT)/skill Test নেওয়া হবে আর এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক পাশ হতে হবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বিস্তারিত জানার জন্য মূল অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন এখানে- https://www.tcil.net.in/current_opening.php