১ লক্ষ ৪২ হাজার টাকা পর্যন্ত বেতনে বন বিভাগে কর্মী নিয়োগ চলছে, জানুন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

Ministry of Environment, Forest & Climate Change-এর তরফ থেকে Section Officer, Assistant সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি পদে একটি করে মোট তিনটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে যাদের নিয়োগ করা হবে তাদের সর্বনিম্ন ২৫,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১৪২৪০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। নিম্নে এই চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

Ministry of Environment, Forest & Climate Change-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

Ministry of Environment, Forest & Climate Change-এর তরফ থেকে যেসব চাকরির পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলো হলো নিম্নরূপ-

১) Section Officer

২) Assistant

৩) Upper Division Clerk

মোট শূন্যপদ (Total Vacancy)

প্রত্যেকটি পদে একটি করে মোট তিনটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা (Age Limit)

এই চাকরির পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন প্রদান করা হবে। তবে সর্বনিম্ন ২৫,৫০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য প্রথমে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট moef.gov.in/moef-এ গিয়ে আবেদনের ফরম সংগ্রহ করতে হবে তারপর সেটি প্রিন্ট করে নিজের সঠিক তথ্য দ্বারা ভালো করে পূরণ করার পর নির্দেশমতো নথি যোগ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা করে আসতে হবে। আবেদনপত্র জমা করতে হবে নিম্নলিখিত ঠিকানায়-

Dy. Director General of Forests (Central), Regional Office, Bhopal, Ministry of Envrionment, Forest & Climate Change, Kendriya Paryavaran Bhavan, Link Road No.3, E-5, Ravi Shankar Nagar, Arera Colony, Bhopal-462016 (M.P).

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রী পাস করতে হবে। এটা অন্যান্য যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট পদে কাজের ব্যাপারে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই চাকরি পদে আবেদন করা যাবে আগামী ১৫.০৬.২০২৪ তারিখ পর্যন্ত।

এছাড়াও এই চাকরির ব্যাপারে আরো বিস্তারিত জানতে হলে এর মূল অফিসিয়াল ওয়েবসাইট moef.gov.in/moef ও নোটিশ ফলো করুন।

Leave a Comment