বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে বিনিয়োগ না করলে ভবিষ্যৎ সুনিশ্চিত করা প্রায় অসম্ভব। মানুষ এই বিষয়টা এখন বুঝতে পেরে অনেকেই বিনিয়োগ করতে শুরু করেছে। তবে নিজের সঞ্চিত অর্থ বিনিয়োগ করতে গেলে অবশ্যই প্রথমে জেনে নেওয়া দরকার যে বিনিয়োগটি সুরক্ষিত কিনা।
এদিকে এলআইসি (LIC) মানুষকে সুরক্ষার সঙ্গে একাধিক স্কিমের সুবিধা দিয়ে থাকে যেখানে বিনিয়োগ করলে মানুষ নিশ্চিত সুরক্ষার সঙ্গে তাদের সঞ্চিত অর্থ সহ অনেক টাকা পর্যন্ত পেয়ে থাকে। এলআইসির (LIC) এমনই একটি স্কিম হল জীবন লাভ নীতি (Jeevan Labh Policy)।
সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫৯ বছর পর্যন্ত এই স্ক্রিনে বি নিয়োগ করা যায়। আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করতে চান তাহলে ২১ বছর বা ২৫ বছরের মেয়াদে বিনিয়োগ করতে পারেন। এখানে সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমারেখা নেই।
স্কিমের সুবিধা
আপনি যদি জীবন লাভ বিমায় বিনিয়োগ করতে শুরু করেন তাহলে নির্দিষ্ট সময় পরে আপনার সঞ্চিত অর্থের সঙ্গে মোটা টাকা পাবেন তবে এই সুবিধার সঙ্গে সঙ্গে এই স্কিম থেকে আরো একাধিক সুবিধা পাওয়া যায়। যেমন আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করা শুরু করেন তাহলে ডেথ বেনিফিটের সুবিধা পাবেন। অর্থাৎ বিনিয়োগ চলাকালীন সময়ে যদি বিনিয়োগকারীর মৃত্যু হয় তাহলে বার্ষিক প্রিমিয়ামের ১০ গুণ অর্থ দেওয়া হবে।
এর পাশাপাশি বিনিয়োগকারী যদি এই স্কিনে নিয়ম মত তিন বছর পর্যন্ত বিনিয়োগ করে তাহলে এখান থেকে ঋণের সুবিধা পাবে।
বিনিয়োগের হিসেব
আপনি যদি এই স্কিনে বিনিয়োগ করা শুরু করেন তাহলে আপনাকে প্রতিবছর ৯২ হাজার ৪০০ টাকা জমা দিতে হবে। মাসের হিসেবে এটি পড়ছে ৭৭০০ টাকা টাকা করে এবং দিনের হিসেবে পড়ছে ২৫৩ টাকা করে। নির্দিষ্ট মেয়াদ শেষে আপনাকে দেওয়া হবে মোট ৫৪.৫০ লক্ষ টাকা।