India Post Payment Bank Recruitment 2024: India Post Payments Bank-এর তরফে Executive পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরিতে মোট শূন্য পদ রয়েছে ৫৪ টি। যাদের এই চাকরিতে নিয়োগ করা হবে তাদের বার্ষিক সর্বনিম্ন ১০,০০,০০০ টাকা থেকে ২৫,০০,০০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। নিম্নে এই চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
India Post Payments Bank-এর তরফে Executive পদে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
India Post Payments Bank-এর তরফ থেকে যে সব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলো হল নিম্নরূপ-
১) Executive (Associate Consultant)
২) Executive (Consultant)
৩) Executive (Senior Consultant)
মোট শূন্যপদ (Total Vacancy)
এই চাকরিতে মোট শূন্য পদ রয়েছে ৫৪ টি।
বয়সসীমা (Age Limit)
০১.০৪.২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়সসীমা ২২ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে।
বেতন (Salary)
প্রত্যেকটি পদের বেতন আলাদা আলাদা রয়েছে। তবে বার্ষিক সর্বনিম্ন ১০,০০,০০০ টাকা থেকে ২৫,০০,০০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
যারা এই চাকরির পদে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। তার জন্য এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট www.ippbonline.com-এ যেতে হবে।
আবেদন ফি (Application Fee)
এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৭৫০ টাকা প্রদান করতে হবে। তবে SC/ST ও প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১৫০ টাকা দিতে হবে।
নিয়োগের স্থান (Place of Employment)
যারা এই পদে চাকরির জন্য নির্বাচিত হবে তাদের নিয়োগ করা হবে দিল্লি, মুম্বাই, চেন্নাই অথবা ভারতের যেকোনো জায়গায়।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য এর মূল অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ ফলো করুন।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
আবেদনের কাজ শুরু হয়েছে ০৪.০৫.২০২৪ তারিখ ১০:০০ am থেকে এবং এই আবেদনের কাজ চলবে আগামী ২৪.০৫.২০২৪ তারিখ ১১:৫৯ pm পর্যন্ত।