Ayushman Bharat Yojana: বিনা পয়সায় চিকিৎসার সুযোগ আয়ুষ্মান ভারত প্রকল্পে! কী ভাবে আবেদন করবেন?

Ayushman Bharat Yojana: আমাদের দেশে এমন অনেক মানুষ রয়েছে যারা টাকার অভাবে ঠিকমতো নিজের বা তার পরিবারের চিকিৎসা করাতে পারেন না। সরকার তাদের কথা ভেবে আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY))চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা করাতে পারবে।

যদিও এই প্রকল্প অনেক আগেই চালু করা হয়েছে তবে সম্প্রতি সাধারণ মানুষকে আরো অধিক সুবিধা প্রদান করার জন্য কেন্দ্রীয় সরকার (Government of India) এই প্রকল্পকে আরো বড় করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ঘোষণা করেন যে, “সত্তরোর্ধ্ব ব্যক্তিদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হবে। তাঁরাও বিনামূল্যে ৫ লাখ টাকার চিকিৎসার সুযোগ পাবেন।” দেশের সমস্ত ৭০ বছরের বেশি বয়সী মানুষ এই প্রকল্পের মাধ্যমে সাহায্য গ্রহণ করতে পারবে। সকল মানুষ এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে পারবে।

প্রকল্পের নাম ও বিবরণ

কেন্দ্রীয় সরকারের (Government of India) চালু করা এই প্রকল্পের নাম হলো আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প। এটি হলো কেন্দ্রীয় সরকারের একটি স্বাস্থ্যবীমা প্রকল্প। এই প্রকল্প প্রথম চালু করা হয় ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর।

প্রকল্পের সুবিধা

সমাজের যেসব মানুষ অর্থনৈতিকভাবে অনেক দুর্বল এবং পয়সার অভাবে নিজেদের চিকিৎসা করাতে পারেন না তারা আয়ুষ্মান কার্ডের মাধ্যমে প্রতি বছর ৫ লক্ষ্য টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যবীমা সুবিধা পাবে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হলে এই কার্ড এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। ডাক্তার দেখানো থেকে শুরু করে রোগ নির্ণয়ের জন্য একাধিক পরীক্ষা ও ওষুধ কোন কিছুতেই এক টাকাও লাগবেনা। বর্তমানে দেশের প্রায় ৫০ কোটি মানুষ আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্পর সুবিধা ভোগ করছে।

এই কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন?

আপনিও যদি এই কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে অনলাইনে আবেদন করতে পারেন।  সমাজের যেসব মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করেন ও মধ্যবিত্ত যারা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প (CGHS)-এর সুবিধা গ্রহণ করেন তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। নিম্নে আবেদনের প্রক্রিয়া গুলি উল্লেখ করা হলো-

১) আবেদনের জন্য প্রথমে এর নির্দিষ্ট অফিসার ওয়েবসাইট https://beneficiary.nha.gov.in-এ যেতে হবে।

২) সেখান থেকে একজন ‘বেনিফিশিয়ারি হিসাবে সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হবে।

৩) আবেদনের প্রথমে দুটি ফাঁকা জায়গা দেখা যাবে সেখানে নিজের মোবাইল নম্বর এবং আধার নম্বর লিখতে হবে।

৪) এরপর নিবন্ধনকৃত মোবাইল নম্বর একটি OTP আসবে সেটি নির্দিষ্ট জায়গায় লিখতে হবে।

৫)  ওটিপি যাচাই করা হয়ে গেলে পরিবারের সকল সদস্য সম্পর্কে নির্দেশকৃত তথ্য পূরণ করতে হবে।

 ৬) আবেদনের জন্য আপনার যেসব নথি প্রয়োজন হবে সেগুলো হলো আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাস বই পারিবারিক নথি ইত্যাদি।

Leave a Comment