Gold Rate: ৩,০০০ টাকা কমে গেল সোনার দাম! দারুণ খবর অক্ষয় তৃতীয়ার আগেই

সোনার দাম (Gold Rate) এখন দিনের পর দিন ঊর্ধ্বমুখী হওয়ায় মধ্যবিত্তদের মাথায় হাত পড়ছে। সোনা কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে তারা। তবে এখন যারা সোনা কিনতে চান তাদের জন্য বিশেষ সুখবর। সোনার দাম এখন আগের তুলনায় কমছে আর প্রতি ১০ গ্রাম সোনা রুপোর  ৩,০০০ টাকার বেশি দাম কমেছে।

যারা সোনা কেনেন তাদের জন্য সুখবর। এর দাম ক্রমাগত কমছে এবং এটি তার উচ্চ স্তর থেকে প্রতি ১০ গ্রাম ৩,০০০ টাকার বেশি সস্তা হয়েছে। অক্ষয় তৃতীয়া উৎসব উপলক্ষে অক্ষয় তৃতীয়া উৎসব উপলক্ষে সোনার দামে এই বিশেষ পরিবর্তন।

সোনার দাম ক্রমশ বেশি হওয়ার পরেও হঠাৎ করে এই বছর অক্ষয় তৃতীয়া উৎসবের আগে সোনার দাম কমেছে। এর কারণ আসলে কি? অনেকের মনে হয়তো এ প্রশ্নটি এসেছে আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদের সে বিষয়ে জানাবো।

আগের সপ্তাহে সোনার দাম প্রায় ৮০০ টাকা কমেছিল কিন্তু এর পরে, MCX-এ এই সোনার জুন ফিউচারের দাম প্রতি ১০ গ্রামে কমেছে ৭০,৬৭৭ টাকা।  কিন্তু গত এপ্রিল মাসে এর দাম ছিল ৭৩,৯৫৮ টাকা(১০ গ্রামের দাম)। কিন্তু তারপর থেকে সোনার দামে কমানোর হিসাব দেখতে গেলে দেখা যায় উচ্চ স্তরের দাম থেকে সেই দাম কমেছে ৩,২৮১ টাকা।

সোনার দাম একাধিক বিষয়ের উপর নির্ভর করে নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক বাজারেও এমন একাধিক বিষয় রয়েছে যেগুলি সোনার দাম নিয়ন্ত্রণ করে থাকে। যেমন এর পূর্বে ইসরায়েল-হামাস দ্বন্দ্ব এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় এর দাম কম বেশি হয়েছে।  

এর পূর্বে ইসরাইল-ইরান এর যুদ্ধের সময়ও সোনার দাম দ্রুত গতিতে বেড়েছে।  তবে সোনার দাম এখন শুধুমাত্র দেশেই নয় বৈশ্বিক পর্যায়েও স্বর্ণের দাম কমেছে। গত শুক্রবার এ সোনার দাম ছিল প্রতি আউন্স ২৩০১ ডলার (১ আউন্সে প্রায় ২৮ গ্রাম)

তবে এই বছর সোনার দাম কমেছিল অক্ষয় তৃতীয়ার আগে। আগামী ১০ মে তারিখে অক্ষয় তৃতীয়া রয়েছে। এই দিনে অধিকাংশ মানুষ সোনা কিনে থাকে। এই বিষয়ে দিন কিছু শোনা কেনার বিশেষ তাৎপর্য রয়েছে। অনেকে মানেন যে এই দিনে সোনা কিনলে বিশেষ সুখ-শান্তি লাভ করা যায়।

তবে গত বছরে অক্ষয় তৃতীয়া সময় সোনার দাম যা ছিল এই বছর অক্ষয় তৃতীয়ার সময় সোনার দাম অনেক বেশি রয়েছে। গত বছর অক্ষয় তৃতীয়ার উৎসব ছিল ২২ এপ্রিল। ওই সময় ১০ গ্রাম সোনার দাম  ২২ ক্যারেটে ছিল ৫৬,০৫০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রায় ৬১,১৫০ টাকা।

তবে অনেক বিশেষজ্ঞ মনে করেছেন অক্ষয় তৃতীয়া আস্তে আস্তে সোনার দাম প্রায় ৬৯ হাজার টাকা হতে পারে।তবে সোনার দাম অক্ষয় তৃতীয়ার সময় কমলেও আগের বছরের অক্ষয় তৃতীয়ার তুলনায় অনেক বেশি রয়েছে।

Leave a Comment